লোকসভা ভোট ঘোষণা হতেই নাটকীয়তা দেখা দিয়েছে উত্তর মালদহ নির্বাচনী কেন্দ্রে। একদিকে যখন ফ্যাসিবাদকে রোখার দাওয়াই হিসেবে বাম ভোলেরা কংগ্রেসের সাথে জোট করতে বদ্ধপরিকর, অন্যদিকে তখন আরেক তথাকথিত বাম ভোলে এবং গতবারের ওই লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী খগেন মুর্মু এবার উত্তর মালদহে জোট প্রার্থী হিসেবে ডালু পুত্র ইশা খান চৌধুরীর নাম উঠে আসায় তার ভোটে দাঁড়ানো আর হচ্ছে না বুঝে কাস্তে হাতুড়ি পরিত্যাগ করে শেষমেশ ভিড়েছেন সেই ‘ফ্যাসিবাদী’ পদ্ম-শিবিরেই! উল্টোদিকে উত্তর মালদহের বর্তমান এমপি মৌসম বেনজির নুর বেনজিরভাবেই কয়েক দিন আগে হাত ছেড়ে জোড়া ফুলে যোগ দিয়েছেন। ফলে ওই কেন্দ্রে দুজনের ব্যাক্তিগত যুদ্ধটা একই থাকলেও তাদের দলগত বিশ্বস্ততায় পরিবর্তন এসেছে। মৌসম তাঁর ঘরানায় থেকেই চিহ্ন পরিবর্তন করলেও হাবিবপুরের সিপিআই(এম)-এর সিটিং এমএলএ খগেনবাবু বাম-ডানের অত ধার ধারেননি, মুকুলের অনুপ্রেরণায় একেবারে গেরুয়া শিবিরেই টিকিট কেটেছেন। বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা না করলেও খগেনেরই ওখান থেকে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।
পুরো বিষয়টি থেকে একটা প্রশ্নই উঠে আসছে, বাম দাদারা কি এভাবেই খেটে খাওয়া মানুষের স্বার্থে ফ্যাসিবাদের বিরোধিতা করবেন?