দেশ প্রস্তুত আছে !

দাঁতে দাঁত চাপা হদ্দ বেকার গাদাগাদা মজুর কম রোজে রাজি
মার্কেটের এক কোপে কাহিল চাষা নিরুপায় হরিণ অন্ধ শিকারী
এবং সবার শঙ্কিত করপুট আছে !
দেশ প্রস্তুত আছে !

চিমনিটা বেকার, কত ধোঁয়া শোধ দেওয়া বাকি আকাশেতে, লেবারের বাসি 
হৃদপিন্ডটা, দরজায় ঝোলে স্ট্রোক-এর নোটিস, ফোঁকরে আগাছা 
এবং সেখানে শিল্পায়নের ভূত আছে !
দেশ প্রস্তুত আছে !

স্বর্গ রাজ্য হাসপাতাল ! প্রশাসনের লীলায় খবরে প্রাচীন পোলাও-এর ঘ্রান 
শোঁকানো দুবেলা পেশেন্টরা ছেঁড়ে চুল দুর্ভোগে, নেই বেড, নেই ওষুধ পত্র, 
বিপদে আপদে "গাই কা পহেলা মুত" আছে !
দেশ প্রস্তুত আছে !

দুর্ভোগ চিঁড়ে ভেজা শুখা কথা বুকে শুল আর মোবাইলে বাণী, 
ত্রাণের ন্যাকামো, চাল নিয়ে খেলা রাষ্ট্রপীঠের বাইরে ভক্ত,  
আর ভিতরে হরির লুঠ আছে !
দেশ প্রস্তুত আছে !

জরুরি ভাষনে গ্রামে গ্রামে এলইডি সরকারি ও জাতীয় পতাকা, 
পাগলা কুকুর ও ট্রেনারের বাঁশি, পাশে আমেরিকা পিঠ পিছে চীন 
শিয়রেতে যমদূত আছে !
দেশ প্রস্তুত আছে !

কথা না শুনলে তুলোধোনা, লাঞ্চেতে ঠ্যাং খোঁড়া, ডিনারে খতম, 
লাশ তোলা চামচ, ভুখা মিলিটারি, সশস্ত্র পুলিশ, প্রতিরোধে লাঠি, 
ব্যারিকেড মজবুত আছে !
দেশ প্রস্তুত আছে !
দেশ প্রস্তুত আছে ।
দেশ প্রস্তুত আছে ?

Image Source: Ei Samay, September 5, 2020. edits: Jabardakhal

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *