সবাই, স্পষ্ট দেখছে টাকা !
সবাই, স্পষ্ট দেখছে চুরি !
সবাই, স্পষ্ট দেখছে খুন !
আর ওদের হাতে ছুরি ।
তবু, বিচার বিচার খেলা,
তবু, নড়তে চড়তে খবর,
আমরা চোরকে খোলা ছাড়ি,
আর চুরি-কে দিই কবর !
সবই, ব্যবসা বোঝেনি তো !
ভোটে, পুঁজিই কথা বলে।
এখন, পুঁজিই রেসের ঘোড়া
ডেমোক্রেসির আস্তাবলে।
এবার, খুলকে হাসুন, প্রলাপ বকুন,
করুন ব্লক-আনফ্রেন্ড।
মানুষ গরীব হচ্ছে-হবে —
এটাই দাঁড়াক ট্রেন্ড !
থাকুক, বল বিরোধীর কোর্টে,
আর, আঙুল থাকুক ভোটে,
আঙুল, এই দিকে না ওঠে,
আঙুল, চুপ মেরে থাক ঠোঁটে ।
সবার, রক্তে আগুন জ্বলে !
তখন, আইন ওদের ঢাল
ওরা দুর্নীতিরই প্রোডাক্ট
ওদের রক্ত-মাংস জাল।
ওরাই, নির্বাচনী জোটে;
ওরাই, বিশিষ্ট কেউকেটা;
ওরা, নেতার পোশাক পরে,
ছেড়ে পকেট মারের গেটাপ।
তবু, রাষ্ট্র দয়ার আধার,
দেবে জেলেও স্পেশাল কেয়ার,
আসছে, নতুন পিশাচ আবার,
হাসে রক্ত মাখা চেয়ার !