আমাদের এই লড়াইয়ের কেন্দ্রে থাকবে কর্মসংস্থানের প্রশ্ন। তার সাথে থাকবে খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যের প্রশ্ন; পেশাক্ষেত্রে সমান মজুরী ও সুযোগের অধিকার, লিঙ্গপরিচিতি নির্ধারনের অধিকার, ভালবাসার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার এবং সর্বোপরি সমানাধিকার। তবেই আমরা জিতবো। সেই সঙ্কল্প গ্রহণ করে পথে নামলে তবেই হবে আন্তর্জাতিক নারী শ্রমিক দিবস পালনের স্বার্থকতা।
