| পতাকার ফুল ঝরে পড়ে ঢোলে টুপটাপ ডাকাতেরা আজ কালী ছেড়ে নমে দেশ মা জয় হিন্দ সাথে পাকিস্তানের তোলো বাপ্ জাতীয় চিমটি ছিঁড়ে নেবে কতো কেশ না ! আজ ধনতন্ত্রের পায়রা করবে বক বক বিনা মেঘে আজ মঞ্চে ময়ূর নাচবে হালে বিপ্লবীরাও আজাদী চাখবে টক টক আড়ালেতে কারা ভেড়ার পশম চাঁচবে | জন গণ মন শাক ঢেকে দেবে মরা মাছ অর্থনীতির ব্রণ ঢেকে যাবে মেকাপে সারা দেহ জুড়ে প্যারেড করবে দেশ্ প্রেম কেঁওড়া জলের গন্ধ বেরোবে পেচ্ছাপে | কাল থেকে ফের পুঁজির কুমির শুষবে কাল থেকে ফের দেশ বিতরণ কর্ম কৃষকের জমি ঘিরে পাক খাবে চিল বাজ বেকারের গায়ে সুড়সুড়ি দেবে ধর্ম ! |



