আমার পক্ষে কে কে !
আমি মজদুর, পথে-ঘাটে, মিল-এ, অষ্টপ্রহর পেট চালানোর যুদ্ধে সামিল
শ্রম ফেরি করি হেঁকে…
আমার পক্ষে কে কে !
আমি চাষী ক্ষেতে, কিংবা ভেড়িতে, প্রকৃতির সাথে পাঞ্জা জিতে ফলন আনছি জলে ভিজে, রোদে সেঁকে…
আমার পক্ষে কে কে !
আমাকে কে দেবে অস্ত্র !
যারা কেড়ে নেয়, হাত থেকে পাঁচ, মাথা থেকে ছাদ, থালা থেকে ভাত, গা থেকে গয়না বস্ত্র,তাদেরকে সন্ত্রস্ত করতে আমাকে কে দেবে অস্ত্র !
করতে তাদের বয়কট…
আমাকে বাঁচাতে কবে হবে প্ল্যান, দেশে দেশে মিলে বৈঠক !
আমার মুক্তি নিয়ে হবে কবে চুক্তি ?
হবে আমার হাঁড়ির খবর প্রচার খবরে
নিয়ে আমার পেটের ঠিকে,
মিশে ইট, কাঠ,জল, আগুনেতে গ্রাম-নগরে
শুনে দিন বদলের সাইরেন দিকে দিকে !
আমার পক্ষে কে কে! আমার পক্ষে কে কে ?