Edits on Image : Srimanto Bose; Image:Olga Mihailicenko Source: Google
মন্দার মেঘ চড়ে স্টকে ধরা আকাশে
পথঘাট ভেজা, সেনসেক্স-এর ঘামে
ছাঁটাই এর রোদে ক্যাশলেস কোনো বিকেলে
সব ছেড়ে ওঠো ইনকিলাবের ট্রামে।
এই ট্রাম পাবে বেকারের ময়দানে
ক্ষোভের গ্যারেজে, শোষণের দরজাতে
সিস্টেম ঘড়ি যখন দেখাবে বারোটা
পুঁজিবাদ ডুবে গেলে নিজেরই করজাতে।
যাতায়াত হবে ইউটোপিয়ান স্টাইলে
দ্বন্দ্বের চাকা তুলবে শব্দ আজাদীর
(সব) হারাবার মেরু থেকে সবপাওয়া মেরুতে
পৃথিবীর মেরুদন্ড পাকাবো আগামীর।
ফাঁদ ও ঘুঘুর খেলা হবে যেতে যেতে
দম দিয়ে ওরা কুত্তা ছাড়বে আইনের
চারপাশে কত শোনা যায় দেখো চোরা ডাক
সমঝোতা চেয়ে, ব্যারিকেড পাতা লাইনে।
আমরা দাঁড়াবো ভগৎ সিং-এর মতো
দুচোখে স্পর্ধা ব্যারিকেড যায় গুঁড়িয়ে
হাত থেকে ভাতে নেমে যাবে ওরা এটাকে
যত সয়ে যাবো, ততো পথ যাবে ফুরিয়ে ।
বাহার আন্ধি, আনদার লোকতন্ত্র
কাহিঁ ঔর fogg, য়্যঁহা স্চ্ চলতা হ্যয়
Swag সে নেহি জি, য়াঁহা প্যায়ার সে করেঙ্গে সোয়াগত
কিষান ভি য়্যঁহা বরাবর বোলতা হ্যয় ।
দাঁড়াবো আমরা যেখানে পোহাবে যামিনী
যেখানে আকাশ উদারবাদের ঘাঁটি নয়
আমাদের ঘিরে ইডিএম-এ বাজে রাগিনী
ক্রেতা নয় কেউ, নেই কারো কোনো সঞ্চয়।
ক্রাইসিস কেই ফসিল বানাবো আমরা
ছুটি হবে প্রেমে, আর কাজে হবে বিশ্রাম
রুটির বাড়িতে চাঁদ পেতে দেবে গালিচা
আমরা সবাই পুড়িয়ে ফেলবো এই ট্রাম!