পৃথিবীর দিনক্ষণ জ্বলে গেছে কত, আমাজন পাড় থেকে নর্মদা হয়ে তুমি আমি প্রনামীর বাক্সের মতো, কেউ থাকে রাম, কেউ থাকে খোদা হয়ে গরীবের পেট বিজনেস হবে আজ অযোধ্যা থেকে দুর্গার মণ্ডপে মৃতদেহ ঘিরে উড়ে যাবে চিল-বাজ কেউ নিচে থাক, কেউ পায়রার খোপে ঘুরে আসে বুমেরাং, ভুলে যাওয়া দাগ রাতের আঁধারে বিজ্ঞানীদের গ্রহ পাঠালে রকেট, তুমি মানবিক ড্রাগ শেষ চ্যাপ্টারে আছে গণবিদ্রোহ!
image source: https://www.throwsticks.com/history-science