২০১৮-র গ্লোবাল নোশনাল ডেরিভেটিভ বাণিজ্যের পরিমাণ ছিল গ্লোবাল জিডিপির ৫৪০%-এর কাছাকাছি! ফলে, ম্যাচিউরিটির সময়ের মধ্যে উৎপাদন দাম ও শ্রমশক্তির ভারসাম্য সৃষ্টি না হলে আবার নেমে আসতে চলেছে ভয়াবহ অর্থনৈতিক মন্দা। নয়াউদারবাদী যুগে বিশ্ব অর্থনীতির রুগ্ন দশাকে জোড়া-তাপ্পি দেওয়ার এই দিশাহীন বৈঠক কতক্ষণ নিজের গুরুত্বকে টিকিয়ে রাখতে পারে সেটাই এখন প্রশ্ন।


