image source: google; edits: jabardakhal
ভারতের কান নিয়ে পালিয়েছে চায়না, আমেরিকা ধরিয়াছে আয়না !
কোটি কোটি জনগন চোখ বুজে করে ওঠে বায়না !
আমাদের কাজ আজ শত্রুকে বোঝানো
সেনাদের লাশ দিয়ে চোরাবালি বোজানো
দরকারে দামী দামী মিসাইল রোজ আনো
না খেয়ে মরলে আসে যায়না !
ভারতের জমিতে পা বাড়িয়েছে চায়না
তাই কোটি কোটি কাজ পায়না !
আমেরিকা পাশে আছে, এই ভাবে ছেড়ে দেওয়া যায়না !
ইকোনোমি ঘাটে ওঠে, চাষী চোখে ধূলো দেখে, কদিনেই ভোগে যায় কায়নাত
মার্কেটে ধস নামে, গরীবেরা চাপা পড়ে, তাদের সাফাই কেউ গায়না
চারিদিকে ভোট ভোট ! দলে দলে হবে জোট !
ভোটার কে কেউ তো বাঁচায় না !
কাজ হলে কেউ তো তাকায় না !
তাও মার্কিন লেজেতে পা মাড়িয়েছে চায়না ! প্রলয় না ঘটে আর যায়না !
এভাবে তো ছেড়ে দেওয়া যায়না !
এমন না যুদ্ধকে বেকারেরা দাবী করে,
শিশু কাঁদে যুদ্ধের জন্য,
যুদ্ধ ঋণের মতো মেরে দেওয়া যায়না,
যুদ্ধের লজিকটা অন্য;
যুদ্ধ কি সেটা নিয়ে গবেষণা দরকার
সেটা গায়ে লাগায় বা খায়না !
ধান খেতে যুদ্ধ গজায় না !
যুদ্ধ ফুটিয়ে খাওয়া যায়না !
পেটে না খেলে তো পিঠে সয়না
যুদ্ধ তো খিদে পেলে হয়না !
তবু বাজারে রাঙাতে চোখ, উলুবনে ডুয়েল হোক, এক বনে দুটো শের রয়না !
যুদ্ধকে ফেলে দেওয়া যায়না !
ভারতের পাকা ধানে মই ফেলে চায়না, আমেরিকা যাতে ভাগ পায়না !
কোটি কোটি জনগন চোখ বুজে করে ওঠে বায়না !
ভুখা শুখা ভারতীয় একসাথে করে ওঠে বায়না !



