আমাদের স্বত্বা, আমাদের গলার স্বর, মরুক্ষেত পেরিয়ে বয়ে গেছে গঙ্গা, আমাদের পথে আলো নেভা লাশ ঘর, এক একটা দিন যেন ভয়ানক দাঙ্গা ! আমাদের বেয়োনেট ঘেঁষা মুখ, স্তব্ধ মিছিলে, ভগতের কণ্ঠ শুনে আর চাষী রা হাসে না আসো মুখোমুখি দেখা হোক, হাতে হাত মিলে আমাদের ধর্ম, শুধুই খুন আর পাসিনা ! আজ দরখাস্ত লেখা থাক শাসকের কাছে, লড়াইয়ের একদিকে শ্রম একদিকে মুক্তি , খালি থালা,খালি পেট, ভাঙা চোরা কাঁচে দেখি কত বড় হয় শাসকের যুক্তি। গলায় পরালে দড়ি, আওয়াজ থামে বুঝি? ইনকিলাব মানে গলা চেরা ফাঁসি না! বিপ্লব ডাক দেয়, শিরদাঁড়া সোজাসুজি বাজি রাখা দাবী দাওয়া, খুন আর পাসিনা।



