Image source: Google (Freakingnews.com)
এক যে ছিল ঢপের দেশ,
সবরকমের কালো।
রাস্তাঘাটে পেটায় পুলিশ,
তবুও দিদি ভালো।
পাঁচখানা তার হাসপাতাল আর
পাঁচলক্ষ বুলি,
চিকিৎসকের সিকিউরিটি ?
ঠাকুরমার ঝুলি !
বুঝছি, তিনি এডুকেটেড,
দাদার মত মুর্খ নয়,
তাই বলে কী ঢপের দায়ে
মানুষ খুনের ক্ষমা হয় ?
অন্যদিকে চওড়া ছাতি,
এইট পিএম লাভার,
বলছে 'সবাই মুজরা করো,
দেশ তো আমার বাবার'।
ঢপের দাদা, ঢপের দিদি,
ঢপের কো'রেন্টাইন,
মানুষ মারার হন্যে ওরা,
মানুষ মারাই আইন।
ঢপের রিলিফ, ঢপের রেশন,
ঢপ দেননা মেপে,
বাঁচার কথা বলতে গেলেই
ছোবল মারেন ক্ষেপে ।
দিল্লী থেকে বাংলা-বিহার,
ফিরছে ঘরে যারা,
কেমিক্যালে ধুচ্ছ কারণ
নিঃস্ব সর্বহারা ?
রোগ ছড়িয়ে, লোক মারিয়ে
ব্যবসা ফাঁদার খেলায়
প্যান্ডেমিক যে তোমার অ্যসেট
এই মুনাফার মেলায় ।
সে কাহিনী খুব বেশিদিন
রবেনা আর ঢাকা,
গুঁড়িয়ে যাবে সেদিন তোমার
পুঁজিবাদের চাকা ।
অনেক হল ঢক্কানিনাদ,
ঢপের দেশপ্রীতি,
সবাই মিলে উপড়ে নেবো
ঢপের শাসন নীতি !
Thanks Sir.