Nicole Eisenman's "The Triumph of Poverty" (2009)

Image Courtesy: Nicole Eisenman’s “The Triumph of Poverty” (2009). Source: Google

আমাদের তেল তুলতে হারায় ঘটি, 
নুনে ঝুঁকি নিলে ক্রাইসিসে পড়ে পান্তা 
বসা চোখ মুখে লক ডাউনের নোটিস 
চড়া দামেতে কোভিড, খালি মানি ব্যাগে হান্টা 

মহামারী থেকে আলমারি যান সস্তায় 
বাজারের কালো লাশের গাড়িতে চাল, ডাল 
আজকে শীতলা কালকে ছিন্ন মস্তায় 
বিধান সভার চালেতে শুকোয় বাঘ ছাল 

জীবাণু তো থাকে, ট্রেড ওয়ারের লেয়ারে 
আমাদের ভাঙা বিষ দাঁত ঢাকা মাস্কে 
কার্ফু টা হোক স্টক মার্কেটে ! শেয়ারে ! 
চুপ মেরে থাক বুর্জোয়া যত লার্জ স্কেল 

রুজি, রুটি নিয়ে সাপ লুডো খেলে বাপেরা 
আমরা তো শুধু উৎপাদনের ছক্কা 
মঙ্গলে হবে ফাটকা পুঁজির অপেরা 
গরীবের যত ডেঙ্গু, কলেরা, যক্ষা 

ধরো মানি ভাইয়ে-ভাইয়ে, বেড়ালে ও মেনিতে 
ছাড়ি এক মিটারের দূরত্ব, সংঘর্ষ !
আমরা সরেছি কবেই শ্রেণীতে শ্রেণীতে 
মায়ের চাদরে কয়েক আলোক বর্ষ 

ঘরের ভেতরে  কবেই সিঁধেছি লজ্জায় 
যেদিন হলোনা কিছু, চাকরির লাইনে 
ছাঁটায়ে কেটেছি, লসে গেছি ছোট ব্যবসায় 
কত যুগ ধরে আছি কোয়ারেন্টাইনে 

কমে গেছে সব প্রেমের ইমিউনিটি 
দখল করেছে হিন্দুত্বের ভাইরাস 
জাল দিতে দরদ উথলেছে রাজনীতি 
নেতারা এসেছে বলে চলে গেছে ছাইপাস 

আর ভাইরাস নয়, আনো প্রতিবাদ "করোনা "
বাসন বাজিয়ে নিপীড়িত পাক তৃপ্তি 
ধরাধরি করে পুঁজির টাওয়ারে চড়োনা 
শ য়ে দশ নয়,সবার ফিফটি ফিফটি 

এখন প্রশ্ন কর্মসংস্থানের 
মহাকাশে ঝুলে বিনিয়োগ থোকা থোকা 
আসবেই নেমে মুনাফার ময়দানে 
শর্ত খাটিয়ে খাবো বাদ দিয়ে পোকা 

মোদের, জলের লাইনে হারায় ঘটি 
নুনে ঝুঁকি নিলে ক্রাইসিসে পড়ে পান্তা 
পকেটে পকেটে লক ডাউনের নোটিস 
নোট বন্দী কোভিড, কৃষক মৃত্যু হান্টা !





































 
Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *