আমি পথে প্রান্তরে ঘুরি , দোকানে বসে খেয়ে ফেলি সস্তার মীল্ ; দেয়ালে টাঙিয়ে রাখি ইট-বালি-ছবি, আমাকে বোম মারে রাষ্ট্রের চিল | আমি হাতুড়ি ঠুকে লেফ্ট রাইট্ করি, গড়ে ফেলি হিরোসীমা, যুদ্ধের সেন্টার; আমাকে খেদিয়ে গুগলে দেখবে ছবি, ফেসবুকে পোস্টাবে এনতার | আমি বিষ খেলে ওরা খবরও রাখে না, বোম মেরে দিলে ভাবে ফুল | যদি ধরি পতাকা যুদ্ধ থামানোর, ওরা দেখাবে আইনের রুল ! ঘাম ফেলে যদি লং মার্চ্ করি, নাগাসাকি জুড়ে করি চাষ ; শান্তির বাণী দিয়ে বিদ্রোহ করি, খালি পেটে হাহুতাশ ! আমি ট্রেন থেকে নেমে জ্বালিয়ে নি বিড়ি, ওরা জ্বালায় শহর ঘর দোর| ওরা ফ্যাট্ ম্যান্ ফেলে ব্র্যান্ডি চড়াবে , আমি হবো মাল খোর ! আমি মরে গেলে ওরা ন্যাকামো দেখাবে , মিষ্টি বিলোবে গ্রামে… কপ্টারে করে লি’ল বয় ফেলে , বিশ্বায়নের নামে ! |
